Oporadhi Lyrics – James Bengali Song

101

Oporadhi Song Is Sung by James Bengali Song. Ami Kokhono Joddha Bangla Song Lyrics from Sath Ronger Koshto Bengali Mixed Album.

  • Song : Oporadhi
  • Singer : James
  • Album : Sat Ronger Kosto

Oporadhi Song Lyrics In Bengali :

আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী,
কখনো কবিতার কবি।
আমি কখনো আকাশ, কখনো নদী,
কখনো শিল্পীর ছবি।

আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
অপরাধী.. এই অপরাধী।

আমি কখনো বন্ধু, কখনো ছায়া
কখনো শত্রুর জেদ।
আমি কখনো স্বচ্ছ, কখনো আঁধার
কখনো সত্যের ভেদ।

আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
অপরাধী.. এই অপরাধী।

আমি কখনো মিছিল, কখনো একা
কখনো হতাশ কোন ক্ষন।
আমি কখনো সময়, কখনো গতি
কখনো রাতজাগা প্রেমী।

আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
আমি মানুষ হবার দায়ে চিরোটাকাল
থেকে গেলাম,
অপরাধী.. এই অপরাধী।

আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী,
কখনো কবিতার কবি।
আমি কখনো আকাশ, কখনো নদী,
কখনো শিল্পীর ছবি।

আমি মানুষ হবার দায়ে চিরোটাকাল
থেকে গেলাম,
আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম,
অপরাধী.. এই অপরাধী…

Previous articleTOR EK ISHARAY Lyrics – IMRAN Eid Song 2017
Next articleBhalobashi Bole Lyrics – Imran – Subhamita