HARINA Lyrics – Mission F – Rupam Islam
Amra Harina Lyrics From Mission F 2006 Bangla Band Album.
This Song Sung By Rupam Islam. Music - Label Asha Audio.
Swapner Bichanate amar
Lokkho...
Haajar Bichhana Lyrics- Rupam Islam Fossils 4
Song Name : Hajar Bichana
Singer : Rupam Islam
Album Name : Fossils 4
Haajar Bichhana Lyrics In Bengali :
এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও ?
কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও। (x2)
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়..
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব
কাল হবে।
সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত
সকাল হবে।
রঙ পালটে নেবে গিরগিটি
বিপ্লব শুধু ভ্যানিটি
পাইকারি এই কারবারে বারেবারে।
ওও দাঁড়িয়ে আছে জিপসি ক্যারাভ্যান
যাব as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে..
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব ....
Shaone Ba Bhadore Song Lyrics – Rupam Islam
Shaone Ba Bhadore Song Lyrics from sananda tv serial Josh(2011) A beautiful song is sung by Rupam Islam And Music Composed by Indradeep Dasgupta.
Serial...
Niskraman Lyrics – Fossils – Rupam islam
Fossils Bangla Band Member:
Deep Ghosh, Allan Temjen Ao, Tanmoy Das, Chandramouli Biswas
Nishkraman Song Lyrics In Bengali From Fossils Bangla Band Album. The Song Is...
MILLENIUM LYRICS – Fossils – Rupam Islam
Millenium Lyrics From Fossils bangla band(2002). A Beautiful Song Sung By - Rupam Islam. Music Composed By - Rupam Islam.
Album - Fossils
Singer -...
Khnoro Aamar Fossil- Lyrics – Rupam Islam – Fossils 4
Khoro Amar Fossil Bangla Song Lyrics from Fossils 4 - 2014 bangla band album.
Song Name: Khoro Aamar Fossil
Album Name: Fossils 4
Singer:...
Jibon Cholche Na Ar Soja Pothe Lyrics- Hasnuhana
Jibon Cholche Na Ar Soja Pothe Song Is Sung by Rupam Islam from Fossils Bengali Album. Hasnuhana Lyrics Written by Rupam Islam.
Song Name : Hansnuhana
Album : Fossils
...
Shono Amra Ki Sobai Lyrics – Rupam Islam
Song Name : Shono Amra Ki Shobai
Singer : Rupam Islam
Band Name : Fossils
শোনো আমরা কি সবাই,
বন্ধু হতে পারিনা ?
যত পুরনো অতীত,
ভুলে যেতে পারিনা ?
জানি হঠাৎ সে দিনে,
সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ,
অবদমিত বেদনা (x2)
শোনো আমরা কি সবাই,
শোনো আমরা কি সবাই..
শোনো কে ডেকে যায় আমায়,
কে আমায় স্বাগত জানায়।
ভবিষ্যতে শরিক হতে
দেখো কে দিচ্ছে হাতছানি,
সামনে সুদিন আমি জানি,
পারবে কি তুমি,
আমার সঙ্গী হতে ?
জানি নিঃস্ব ছিলে তুমি,
রণক্লান্ত আমিও
আর যুদ্ধ জেতে ফিরে,
শান্তিতে ঘুমিও
আর স্বপ্নের আকাশে,
যদি রঙধনু ওঠে
কাল গাইতেই পারে গান,
সব শত্রু একজোটে।
শোনো আমরা কি সবাই,
শোনো আমরা কি সবাই ..
ও.. সোজাসোজি আজ তর্ক হোক,
চোখে চোখ রেখে দিই ধমক।
হয়ে যাক ফয়সালা,
ট্রা লা লালা ট্রা লালা...
মনের সব অন্ধকার মনে,
ভুল বোঝাবুঝি জাল বোনে
আমার বিশ্বাস নেই আর ক্ষমায়
এসো শাস্তি দিই আজ তোমায়।
এই গানটাই হতে পারে,
বন্ধুত্বের হাতকড়া
গানটাই ভোলাতে পারে,
সব অভিযোগ মনগড়া
অপমানের ক্যাকটাস-এ,
ক্ষতবিক্ষত স্মৃতিটা
ভুলে এখানেই টেনে দিই,
সব ঝগড়ার ইতিটা।
শোনো আমরা কি সবাই
বন্ধু হতে পারিনা ?
যত পুরনো অতীত
ভুলে যেতে পারিনা ?
জানি হঠাৎ সে দিনে
সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ
অবদমিত বেদনা।
শোনো আমরা কি সবাই ....
Kagoje Mogoje Song Lyrics
Kagoje Mogoje Song Lyrics from Window Connection bengali movie . A beautiful song is sung by Rupam Islam And Anupam Roy. Featuring By Tanusree Chakraborty & Aryann Bhowmik...
MOHAKAASH Lyrics
Album - Fossils 4
Singer - Rupam Islam
Ekhon drishti oboruddho noy
Ekhon thanda mohajuddho noy
Belagam prithibi ke dilam chuti ami
shekole bedhe mohakaash
= MUSIC =
Ekhon...
Tor Godhuli Uthone Lyrics – Sweetheart – Rupam Islam
Tor Godhuli Uthone Lyrics From Bengali Movie Sweetheart. This Song Sung By Rupam Islam . Music Composed By Yash-Amit. Featuring: Indraneil And Paoli Dam.
Movie Name...
IN LOVE AND WAR Lyrics – Rupam Islam – Prerona
Singer - Rupam Islam
Music & Lyrics - Rupam Islam
Music Label - Times Music ...