Palao Palao Song Lyrics from Fossils 5 bangla Band Album The song is sung by Rupam Islam.
- Song Name: Palao Palao
- Album Name: Fossils 5 (F5)
- Singer: Rupam Islam
- Arranged & Performed by: Fossils
- Recorded & Mixed: Miti Adhikari
- Mastered by: Donal Whelan
- Recording & Mixing Assistance by: Prasenjit
- Recorded at: Working Class Zero
- Produced by: Miti Adhikari, Fossils
- Edited by: Samik Roy Choudhury
- Technical Support: White Hole Creations
Palao Palao Lyrics In Bangla:
বেঁচে আছি আমি বাঁচার সীমান্তে
ভাবিনি কখনও কী আছে অন্য প্রান্তে
এখন জীবন বলছে আমায় জানতে
এখন জীবন বলছে আর নেই সময়
ভাল আছি ভাল থাকবার চাহিদায়
সব ভাল যুগে ভাল না থাকা ভীষণ দায়
এমন ভালভাবে থাকার সমস্যায়
ক্লান্ত জীবন বলছে শেষ হোক অভিনয়..
কী যেন গভীর থেকে
আজ উঠে আসতে চাইছে
গান আর গাইছি কোথায়
গানই বোধহয় আমায় গাইছে
জানি না পারবে কি না
কাল এ গান গাইতে তুমিও
কান্নার চেয়ে বরং
তখন এ গান শুনিও
এভাবে পালানোর ছিলনা পরিকল্পনাই
পালাতে হবে জানলে কি আর আমি গান গাই
পরিতক্ত্য এখন সে থাকার ইচ্ছাই
চলে যাওয়ার উত্তেজনাই আনে শিহরন
চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ..
পালাও পালাও…
কখনও ভাবিনি আমি যে কী ভাবছে সমকাল
আমার এ মূল্যবোধ চিরদিনই তাই সমান্তরাল
জবানবন্দিতে আজ নেই অবকাশ এড়িয়ে যাওয়ার
করিনি কোনও চেষ্টাই আমি হিসেবটা মিলিয়ে দেওয়ার
অস্বীকার আমি করছি না যে ব্যর্থতার
জন্য দায় আমার প্রাপ্য তিরস্কার
আর এমনভাবেই তৈরী পরিস্থিতিটার
মোকাবিলার থেকে অনেক সহজ পলায়ন
চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ..
পালাও পালাও…