Phire Elam Dure Giye Lyrics :
Phire Elam Dure Giye Song Is Sung by Asha Bhosle And Rahul Dev Burman. Music composed by R D Burman. Fire Elam Dure Giye Bengali Song Lyrics written by Swapan Chakraborty.
- Song : Phire Elam Dure Giye
- Singer : Asha Bhosle & Rahul Dev Burman
- Music Composer : R.D.Burman
- Lyricist : Swapan Chakraborty
- Music Label : Saregama
Phire Elam Dure Giye Song Lyrics In Bengali :
ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা।
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা।
ও.. তুমি কেমন ছিলে বলো ?
আঁখি কেন ছলছল ?
ফিরে এলে আর কি চাই
আর যেন বল না যাই।
ওগো আমার অনুরাধা, লা লা লালা..
ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা।
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা।
ও.. যা কিছু আমার সবই তোমায় দিলাম
তোমায় আপন করে নিলাম।
কথা দাও ছেড়ে যাবে না মোরে
রাখবো বেঁধে বাহুডোরে।
ওগো আমার অনুরাধা, লা লা লালা..