Pitchgola Rastay Song Is Sung by Rupam Islam From Ek Phaali Rodh Bengali Movie. Staring: Jisshu Sengupta, Aparajita Ghosh, Rudranil Ghosh, Ritwick Chakrabarty, Arunima Ghosh. Music Composed By Joy Sarkar And Pichgola Rastay Lyrics Written by Suchandra Chowdhury.
- Song : Pitchgola Rastay
- Movie : Ek Phaali Rodh
- Singer : Rupam Islam
- Music : Joy Sarkar
- Lyrics : Suchandra Chowdhury
- Directed by : Atanu Ghosh
- DOP : Soumik Halder
- Producer : Antara Ghosh And Bitan Roy
Pitchgola Rastay Song Lyrics In Bengali :
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই, হারাবি সুখ,
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায় একলা দুপুর।
তেলছিটে বিকেল, হাজরার মোড়
সন্ধ্যের ফুটফাত, অচেনা শহর-কে
সিসিটির বুদবুদ, কফির ফেনা,
হুকা বারের ফুস ফুস সাহসী ধোঁয়া
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুখ,
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না…
মাঝরাতে লংড্রাইভ, নিশাচর ধাবা
উত্তম জীবন, বুক তবু ফাঁকা
এলোমেলো খুঁজে ফেরা, গলির নিয়ম
জানালায় তোর মুখ, স্বপ্ন যেমন
ধরলেও কেনো তোকে,
তোকে ধরা যায় না।
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই, হারাবি সুখ
ডুবুরির মত আমি জলে ডুব দেবোনা
খুঁজবো না আমি তোকে,
তোকে খুঁজবো না।
পিচগলা রাস্তায়, লা লা লা
ডুব গলা জলে, লা লা লা
পিচ গলা রাস্তায়, রাস্তায়, লা লা লা
লা লা লা.. ইয়ে।