Pothe Ebar Namo Sathi Song Is Sung by Hemanta Mukhopadhyay. Music composed by And Pathe Ebar Namo Sathi Lyrics writen by Salil Chowdhury. Cover Version song is sung by Nobel Man (Mainul Ahsan Noble) from Zee Bangla Saregamapa And Music Re Rearranged by Rupankar Bagchi.
- Song Name : Pathe Ebar Namo Sathee
- Singer : Hemanta Mukherjee
- Cover by : Nobel Man
- Lyricist : Salil Chowdhury
- Label : Saregama
Pothe Ebar Namo Sathi Song Lyrics In Bengali :
পথে এবার নামো সাথী
পথেই হবে পথ চেনা,
জনস্রোতে নানান মতে
মনোরথেরও ঠিকানা, আ ..
হবে চেনা, হবে জানা।
অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে
এসো এবার দ্বিধারও বাধা পার হয়ে,
তোমার আমার সবার স্বপন
মিলাই প্রাণেরও মোহনায়
কিসের মানা, আ ..
হবে চেনা, হবে জানা
পথে এবার নামো সাথী,
পথেই হবে পথ চেনা।
তখন এ গান তোলে তুফান
নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে
কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ,
চরন ফেলে সে যায় হেঁকে।
তখন তো আর শোষণ বাঁধণ মানবো না,
সবার এ দেশ সবার ছাড়া তো জানবো না
পরোয়া নেই আকাশ বাতাস
হবে আশার পরোয়ানা।
কিসের মানা, আ ..
হবে চেনা, হবে জানা
পথে এবার নামো সাথী,
পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে,
মনোরথেরও ঠিকানা, আ ..
হবে চেনা, হবে জানা।
পথে এবার নামো সাথী, নামো ..