Prem Ekbari Esechhilo Neerabe Song Lyrics In Bengali written by Gauriprasanna Mazumder. Music composed by Hemanta Hemanta Mukhopadhyay.
- Singer : Lata Mangeshkar
- Music Director : Hemanta Mukherjee
- Lyricist : Gauriprasanna Mazumder
- Label : Saregama India Ltd
Prem Ekbari Eshechilo Nirobe Lyrics In Bengali :
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
সে যে এসেছিলো বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি (x2)
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
যে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
এ আঁধারে একাকী এ মন আজ
আধারেরই সাথে শুধু কথা কয়।
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো (x2)
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিনই হবে জানি মানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে
প্রেম একবারই এসেছিল নিরবে।