- Album – Aabar Bochor Kuri Pore
- Vocal & Lyrics – Gautam Chattopadhyay & Tapas Das
-
In 2021 Female Version Sung by Somlata Acharya Chowdhury from Cadbury Gaane Mishti.
Prithibita Naki choto hote hote Lyrics In Bangla:
পৃথিবীটা নাকি ছোট হতে হতেস্যাটেলাইট আর কেবলের হাতেড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দীআ হা…ঘরে বসে সারা দুনিয়ার সাথেযোগাযোগ আজ হাতের মুঠোতেঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডিআ হা…ভেবে দেখেছো কী ?তারারাও যত আলোকবর্ষ দূরেতারো দূরেতুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)সারি সারি মুখ আসে আর যায়নেশাতুর চোখ টিভি পর্দায়পোকামাকড়ের আগুনের সাথে সন্ধিআ হা…পাশাপাশি বসে একসাথে দেখাএকসাথে নয় আসলে যে একাতোমার আমার ভাড়াটের নয়া ফন্দিআ হা…ভেবে দেখেছো কী ?তারারাও যত আলোকবর্ষ দূরেতারো দূরেতুমি আর আমি যাই ক্রমে সরে সরেস্বপ্ন বেচার চোরাকারবারজায়গাতো তো নেই তোমার আমারচোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দীআ হা…তার চেয়ে এসো খোলা জানালায়পথ ভুল করে কোন রাস্তায়হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গীআ হা…ভেবে দেখেছো কী ?তারারাও যত আলোকবর্ষ দূরেতারো দূরেতুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)