Raag Je Tomar Mishti Lyrics From Pita Putra Bengali Movie. This Song Is Sung By Hemanta Mukherjee & Sandhya Mukherjee. This Remake Version Is Sung By Jayanta Dey And Anuradha Paudwal. Starring by Tanuja, Swarup Dutt, Kamal Mitra.
- Movie – Pita Putra (1969)
- Song – Raag Je Tomar Misti (রাগ যে তোমার মিষ্টি)
- Singer – Hemanta Mukhopadhyay & Sandhya Mukhopadhyay
- Music director – Pabitra Chatterjee
- Lyricist – Pronab Roy
Raag Je Tomar Misti Lyrics In Bengali :
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর–ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।
রাগ যে তোমার মিষ্টি আর–ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর–ও।
তাই বুঝি ??
রোদ ঝলমল আকাশ বলো,
একটানা কি ভালো ?
মন্দ তো নয় মাঝে মাঝে,
মেঘলা, মেঘলা আকাশ কালো (x2)
ঠিক, তোমার সুরের মাঝে,
তোমার সুরের মাঝে তাইতো উঠি,
বেসুরো গান গেয়ে,
ওগো সোনার মেয়ে।
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর–ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর–ও।
অনেক পাওয়ার মাঝে মাঝে,
থাক না কিছু অভাব,
একটুখানি আড়ি, আড়ি
আর সারা সময় ভাব। (x2)
আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
ওগো সোনার মেয়ে।
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর–ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।
রাগ যে তোমার মিষ্টি আর–ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।