Radha Reply Version Song Is Sung by Debolinaa Nandy. Featuring: Debolinaa And Manish Shaw. Music Composed by Supratip Bhattacharya. Kanu Tumi Sobetei Acho Lyrics In Bengali Written by Krishna Bhattacharya And Supratip Bhattacharya.
- Song : Radha
- Singer : Debolinaa Nandy
- Composition : Supratip Bhattacharya
- Lyrics : Krishna Bhattacharya & Supratip Bhattacharya
- Music arrangement : Atishay Jain
- Mix & Master : Tarun Das
- D.O.P : Aniket Mukherjee
- Directed by : Papan
- Record label : JMR music
Radha Reply Version Song Lyrics In Bengali :
কানু তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায়
তাই হলো উজাড়।
আমি অকারণে তোমার খোঁজে
ছুটে ছুটে যাই,
কানু ছাড়া এ হৃদয়ে
নেই তো কারো ঠাঁই।
রাধা কলঙ্কিনী চিরদিনই
দিলো নাম সবাই,
কানুর তরে কলঙ্কের হার
পারিলাম গলায়।
কানু তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায়
তাই হলো উজাড়।।
হয়তো তুমি ভালোই আছো
রুক্মিণীরে নিয়ে,
গড়ে নিও সুখেরও নীড়
রাধার অশ্রু দিয়ে,
বনমালী পরজনমে হয়ো তুমি রাধা
বুঝো তুমি কত দুঃখ,
কত সমাজ বাধা।
রাধা কলঙ্কিনী চিরদিনই
দিলো নাম সবাই,
কানুর তরে কলঙ্কের হার
পারিলাম গলায়।
রাধা কলঙ্কিনী চিরদিনই
দিলো নাম সবাই,
তবু রাধার সর্ব অঙ্গ
শুধুই কৃষ্ণময়।
কানু তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
রাধার নুপুর পথের ধুলায়
তাই হলো উজাড়।