O Mon Re Lyrics is from a new romantic Bengali song starring Yash and Madhumita. This song is sung by the melodious voice of Tanveer Evan. This lyric written by Tanveer Evan. This song is composed by Piran Khan. O Mon Re song was released in 2021.
O Mon Re Song credentials:
Singer: | Tanveer Evan |
Starring: | Yash and Madhumita |
Lyrics: | Tanveer Evan |
Music: | Piran Khan |
Released: | 2021 |
O Mon Re Lyrics:
অবুঝ এ মন বোঝেনা বারণ,
করে উচাটন সারাক্ষন।
বিনিময়ে তোকে চাওয়া,
ফিরে পাওয়ার আবেদন।
মন বোঝেনা,
মন শোনেনা,
কারে বলি এ মনের কথা?
মন বোঝেনা,
মন সহেনা,
কারে বলি এ ব্যাকুলতা।
ও মন রে, …মন রে,
ও মন রে, …. মন রে।
কথা দেয়া ছিলো,
তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী।
কি করে তা ভুলি, তুই তো জানিস
তুই আমারই সবই।
জেনে রাখিস মরণেও
আমার হয়ে তুই থাকবি অন্তরে।
হয়ে থাকিস তুই শুধু আমার,
দেহ জুড়ে.…ও মন রে, হায়।
মন বোঝেনা,
মন সহেনা,
কারে বলি এ ব্যাকুলতা।
ও মন রে, .…মন রে,
ও মন রে, .…. মন রে।
বিনিময়ে তোকে চাওয়া,
ফিরে পাওয়ার আবেদন।