Sab Range Tui Song Is Sung by Rupam Islam from Tumi Ashbe Bole Bengali Movie. Featuring : Bonny Sengupta And Koushani Mukherjee. Music Composed by Jeet Gannguli And Sob Range Tui Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay.
- Song : Sab Range Tui
- Singer : Rupam Islam
- Music : Jeet Gannguli
- Lyrics : Priyo Chattopadhyay
- Mixing & Mastering : Rupjit Das
- Director : Sujit Mondal
- Story & Screenplay : Anshuman Pratyush & Prameet
- Cinematographer : Iswar Barik
- Presenter : Nispal Singh
- Produced By : Surinder Films Pvt. Ltd.
Sab Range Tui Song Lyrics In Bengali :
দেখেছি স্বপ্নে যে ছবিটা
তার সব রঙে তুই জড়িয়ে ছিলি,
ভেবেছি বলবো যে কথাটা
না বলতেই দেখি বুঝে তুই নিলি।
তোকে দেখলে পরে সামনে
দেখা দেয় যে অন্য সকাল,
একা একাকী পথে
কী করে চলেছি কাল,
আজ বদলে গেছি আমি
তোর চোখেও ওওও..
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে,
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে।
তোর মনে, মন রেখে
দুলতে ভালো লাগে,
না বলা ইচ্ছেরা
চোখে রাত জাগে।
কথা বললে, সুরে মিশে
শুরু হয় যে গানের আলাপ,
তোর ছোঁয়ায় আসে বাহার
মনে ফোটে হাজার গোলাপ।
আজ বদলে গেছে সবই
এই চোখেও ওওও..
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে,
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে।