Sei Je Holud Pakhi Lyrics – Cactus Band

148
  • Band Name – Cactus 
  • Singer : Siddhartha Sankar Roy
  • Label : Saregama India Ltd

Sei Je Holud Pakhi Lyrics In Bengali

সেই যে হলুদ পাখি
বসে জামরুল গাছের ডালে,
করতো ডাকাডাকি
আমার শৈশবের সকালে (x2)
একদিন গেল উড়ে
জানি না কোন সুদুরে..

ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোনদিন,
ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোনদিন।

বুড়ো মাঝির নৌকায়, বসে সারাটা দুপুর
যুবরাজের ঘোড়া, আর রাজকণ্যার নুপুর (x2)
চলে গেল স্রোতে ভেসে
জানি না কোন দূর দেশে ..

ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোন দিন,
ফিরবে না সেকি ফিরবে না
ফিরবে না আর কোন দিন।

ভাঙা মন্দিরেতে, গুপ্ত ধনের খোঁজ
দূর সীমানার, হাতছানি রোজ রোজ (x2)
হারানো সে সোনালী দিন
সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন ..

ফিরবে না সে কি ফিরবে না
ফিরবে না আর কোন দিন..

Previous articleKi Name Deke Bolbo Tomake Lyrics – Shyamal Mitra
Next articleAmi Shunechi Sedin Tumi Lyrics – Moushumi Bhowmik