Sob Guliye Jay Lyrics Bengali Song is Sung by Sudhaborshy. Associate Vocal Is Ritaban Guha And Nilanjan. Music Composed by And Sob Guliye Jay Lyrics In Bengali Written by Nilanjan Ghosal. Sound Recording And Edited by Ritaban.
- Song : Sob Guliye Jay
- Vocal : Sudhaborshy
- Guitar : Arghya Ganguly
- Backing Vocals : Ritaban And Nilanjan
- Lyrics & Music : Nilanjan Ghosal
- Video And Art : Brishti And Nilanjan
Sob Guliye Jay Song Lyrics In Bengali :
প্রায় ফুরিয়ে আসা রাত
বাড়িয়ে দিলে হাত,
পাগল পাগল অবস্থা আমার।
ডাকলে আমায় যেই
ওমনি সাড়া নেই,
ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
প্রায় ফুরিয়ে আসা রাত
তুমি বাড়িয়ে দিলে হাত,
কেমন পাগল পাগল অবস্থা আমার।
তুমি ডাকলে আমায় যেই
আর ওমনি সাড়া নেই,
ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
হয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
শুকনো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
হয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
এই টুকরো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
তবু বলতে গেলেই অতলে হারায় ..
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায় ?
নরম মনে চোট
আলগা ছুঁলে ঠোঁট
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
আদুরে ডাকনাম
আমি তোমায় পাঠালাম,
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
নরম মনে চোট
তুমি আলগা ছুঁলে ঠোঁট
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
আদুরে ডাকনাম
আমি তোমায় পাঠালাম,
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
হুম হুম হুমহয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
শুকনো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
হয়তো কোনোদিন আমি
বলব তোমায় সত্যি,
এই টুকরো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
তবু বলতে গেলেই অতলে হারায় ..
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
আমি মনের কথা বলবো তোমায়
কেন তোমায় দেখেই মন গুলিয়ে যায়?
তোমার মনের উপায় কোথায়?
কেন আমার মনের ..
সব গুলিয়ে যায়।
সব গুলিয়ে যায় লিরিক্স – সুধাবর্ষী :
Praay furiye asha raat
Tumi bariye dile haat
Kemon pagol pagol obostha amar
Tumi dakle amay jei
Aar omni sara nei
Vishon bhoye thot nore na aar
Hoyto konodin ami Bolbo tomay sotti
Shukno jibone tumi Magic ek rotti
Hoyto konodin ami bolbo tomay sotti
Ei tukro jibone tumi magic ek rotti
Tobu bolte gelei otole haray
Ami moner kotha bolbo ki upay
Keno tomay dekhei sob guliye jay
Norom mone chot tumi aalga chule thot
Ghumer majheo chomke uthi praay
Adure daknam ami tomay pathalam
Dakte giyeo dariye achi thay
Ami moner kotha bolbo tomay
Keno tomay dekhei mon guliye jay
Tomar moner upay kothay
Keno amar moner sob guliye jaay