Sokhi Song Is Sung by Raju Mondol . Sokhi Lyrics Written by Sheikh Saifullah Rumi.
Sokhi lyrics- Raju Mondol:
- Song : Sokhi (সখী)
- Singer : Raju Mondol
- Lyric : Sheikh Saifullah Rumi
- Tune & Music : A H Jibon
- Language : Bangla
- Label : Agniveena
Sokhi Lyrics In Bengali:
মিছা স্বপ্ন দেখাইয়া
মনটা নিলা কাড়িয়া
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
মিছা স্বপ্ন দেখাইয়া
মনটা নিলা কাড়িয়া
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
মনেতে নাই তোমার
এক রত্তি ভালোবাসা
তবে ক্যান দেখাইছিলা
আমারে স্বপ্ন আশা
মনেতে নাই তোমার
এক রত্তি ভালোবাসা
তবে ক্যান দেখাইছিলা
আমারে স্বপ্ন আশা
কষ্ট দিয়া আমার মনে
কারে ভালোবাসিলা
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
ভুল পিরীতে মন মজাইয়া
কান্দি এখন আমি একা
মনের ঘরে ধরলে আগুন
যায় না তো কভু দেখা
ভুল পিরীতে মন মজাইয়া
কান্দি এখন আমি একা
মনের ঘরে ধরলে আগুন
যায় না তো কভু দেখা
যতন করে নিজের হাতে
আমারে দুঃখ দিলা
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
ও সখীরে তবে ক্যান
মন দিয়া ছিলা
সাইফুল রুমী প্রেমে পোড়া
দেখনা রে মন চাহিয়া
প্রমের আগুন জ্বলে দ্বিগুন
অন্তরটারে পুড়াইয়া
সাইফুল রুমী প্রেমে পোড়া
দেখনা রে মন চাহিয়া
প্রমের আগুন জ্বলে দ্বিগুন
অন্তরটারে পুড়াইয়া
ভালো যদি নাই বাসো
তবে কেনো মন দিলা