Srity – Lyrics by Piran Khan

Bangla new song Release Srity by Piran khan, this song lyrics were written by Mashuk Babu. Piran khan has distinguished himself as a music composer

Srity – Piran Khan ft. Mashuk Babu

  • Lyrics: Mashuk Babu
  • Compose: Piran Khan
  • Vocal: Mashuk Babu
  • Model: Mashuk Babu, Tasika Tasu
  • Studio: WaveBeatz
  • Sound Lab Dop, Edit, Color: Hasan Shanth
  • A.d: Mir Tanim
  • Production: Jaathri Films Direction: Hasan Shanth

Srity Lyrics Bangla Song

আমি আমার পৃথিবী ঘুরে,

শুধুই তোমায় দেখি

যে পৃথিবীর পুরোটা জুড়ে

শুধু তুমি ছিলে

আমি আমার ভালোবাসা গুলো 

নুতুন করে সাজাই

পাশে থেকে যে ভালোবাসা শিখিয়েছো তুমি

আমি ভাবছি সেই দিন গুলো 

আর ভাবছি সব স্মৃতি

ভাবছি অশ্রু ভেজা চোখে

এসে বলবে ভালোবাসি

ভালোবাসি…

আজ ভালো লাগার পথ ভুলে

আর চলা হচ্ছে না

বহু দিন ভালোবাসে 

হাত ধরে ভালবাসি বলা হচ্ছে না।

মুছে যাচ্ছে সব স্মৃতি

তুমি না থাকায় আর আমি

কাদছি নিরবে তোমার ভাবনায় 

আমি ভাবছি সেই দিনগুলো 

আর ভাবছি সব স্মৃতি

ভাবছি অশ্রু ভেজা চোখে

এসে বলবে ভালোবাসি

 ভালোবাসি…

স্বপ্নে দেখছি তোমায়, আমার কল্পনায় 

জরিয়ে ধরেছি আমি রাতের কান্নায়

কাছে থেকেও এত দূরে তুমি

আমার অবহেলায় 

তবুও রয়ে যাবে বাকী জীবন

আমার প্রার্থনায়, 

আমি ভাবছি সেই দিন গুলো 

আর ভাবছি আর ভাবছি সব স্মৃতি

ভাবছি অশ্রু ভেজা চোখে 

এসে বলবে ভালোবাসি 

ভালোবাসি…

Srity – Piran Khan ft. Mashuk Babu | Official Music Video

Piran khan has distinguished himself as a music composer, singer and songwriter with great versatility and insight.
Previous articleTui To Amar Sob Lyrics – Minar Rahman
Next articleGullyBoy Part 3 Lyrics
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.