Sudhu Moner Kone Lyrics- Bonny -Koushani – Chuti

156

Sudhu Moner Kone Song Is Sung by Pritam Kumar And Divyaa Roy from Chuti Bengali Movie. Starring: Bonny Sengupta And Koushani Mukherjee. Music Composed by And Song Lyrics In Bengali Written by Lincon. Song Mix And Master by Siddheswar Banerjee.

  • Song : Sudhu Moner Kone
  • Film : Chuti
  • Singer : Pritam Kumar & Divyaa Roy
  • Music & Lyrics : Lincon
  • Director : Shamim Ahamed Roni
  • DOP : Bebe Anand
  • Producer : Md. Selim Khan
  • Programming : Ashok sing
  • Production : A Shapla Films International
  • Label : Cinebaz

Sudhu Moner Kone Song Lyrics In Bengali :
শুধু মনের কোনে তুই
একবার আয়নারে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।

এক মিঠে রোদের গল্প
তোকে দেবো অল্প অল্প,
নাম না জানা কোন দেশে
ভালোবাসা হবে তোর,
বড়ো খেয়াল করে তোকে
তোর সবটা জুড়ে থেকে,
শেখাবো কি করে হয়
এক পলকে নজর।

ও হো শুধু মনের কোনে
তুই একবার আয়নারে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।।

হো.. আসি আসি করে ওগো
শেষে যে এলি,
কি দারুন ভালো তুই কি করে বলি।
সেই কবে থেকে প্রেমে
পড়ে গেছি তোর,
মনে মনে লিখে গেছি তোর সব আদর।

এক মিঠে রোদের গল্প
তোকে দেবো অল্প অল্প,
নাম না জানা কোন দেশে
ভালোবাসা হবে তোর,
বড়ো খেয়াল করে তোকে
তোর সবটা জুড়ে থেকে,
শেখাবো কি করে হায়
এক পলকে নজর।

শুধু মনের কোনে
তুই একবার আয়না রে,
রেখে দেবো তোকে
এই বুকে খুব আদরে।।

Previous articleBina Doshe Saja Lyrics – Jisan Khan Shuvo Song
Next articleDuar Mor Pathapashe Lyrics-Rabindra Sangeet