- Album – Neel Rong Chhilo Bhishon Priyo
Song – Swapno Vangar - Prithibite Singer – Rupam Islam
- Band Name – Fossils
Swapno Bhangar Prithibite Lyrics In Bengali :
স্বপ্ন ভাঙার পৃথিবীতে,
স্বপ্ন হয়ে এলে তুমি
স্বপ্ন দেখার, স্বপ্ন একার
বদলে, দিলে তুমি।
মায়াবলে, কোন আঁচলে
ঢেকে দিলে, স্বাধীন আকাশ
স্বাধীনতা, মিথ্যে কথা
আমার রক্তে হাসে ক্রীতদাস।
রাত্রি তোমার, রাত্রি আমার,
মিলেমিশে, হয় একাকার।
রাত্রি ডাকে, স্বপ্ন ডাকে,
স্বপ্ন ঢাকে সব অন্ধকার।
দেখো দেয়াল ছবি আঁকে
জেগে উঠে চুপি চুপি
সুখী সময়, বোবা হলে
বলবে কথা শিলালিপী।
কালকে সকাল মেঘলা হবে, বৃষ্টি হবে
স্বপ্ন আমার, সত্যি হলে
কেউ গেছে বলে।
মায়াবলে, কোন আঁচলে
ঢেকে দিলে, স্বাধীন আকাশ
স্বাধীনতা, মিথ্যে কথা
আমার রক্তে হাসে ক্রীতদাস।