Onubhuti – Tare Ami Chuye Dekhini Lyrics song by Charpoka band is a most popular Bangla sad song. Tare Ami Chuye Dekhini Lyrics written by Angel & Sahriar Hossain Mamo and sung by Imran Hossen Emu. Charpoka Band’s viral song Ami tare chuye dekhini lyrics song also know as onuvuti or onubhuti lyrics. তারে আমি ছুঁয়ে দেখিনি লিরিক্স ছারপোকা ব্যান্ডের একটি জনপ্রিয় গান।
Onubhuti Lyrics in Bengali – Tare Ami Chuye Dekhini Lyrics:
তারে আমি ছুয়ে দেখিনি
তবুও কেন এতো অনুভব
তারে আমি কিছুই দেইনি
তবু কেন সে ই আমার সব
তারে আমি খুঁজেই পাইনি
তবু কেন হারিয়ে ফেলার ভয়
তারে আমি বাস্তবেতে খুঁজি
সে কেন কল্পনাতে রয়
কি যে নীল ব্যাথা
বয়ে চলি আজ ও
লাল রঙেতে সেজে
তুমি কার ঘরেতে বাঁচো
স্বপ্নহীন এ রাত ও
তোর টিপ এ শেষ হয়
আমি কাগজহীন ডাইরীতে
শুধু তারেই একে যাই
তারে আমি গল্পের মাঝে খুজি
সে কেন কবিতা হয়ে রয়
তারে আমি অবাক চোখে দেখি
তবু কেন অন্য কারো হয়
কি দোষে যে পাপী
হবো আমি আজ
একা থাকার মাঝেও
ভীরের বসবাস
তারে আমি ছুয়ে দেখিনি
তবু কেন এতো অনুভব
তারে আমি কিছুই দেইনি
তবু কেন সেই আমার সব