Tati Lyrics (তাঁতি) Coke Studio Bangla – Season 3

84
Tati Lyrics

Tati Lyrics Bengali Song Music Composed, Arranged And Produced by Shayan Chowdhury Arnob from Coke Studio Bangla Season 3. The Song Is Sung by Arnob, Oli Boy, Jaya Ahsan, Md Gonjer Ali, Md Ariful Haque, Jannatul Firdous Akbar, Sheikh Mumtahina Mehzabin, Baby Akter, Karishma Sanu Shovvota, Shanta Islam, Nishat Ara Khaled And MD Makhon Miah. Gayer Bodhu Song Written by Md. Gonjer Ali, Hana di Reshomer Bone Song Written by Shatarupa Thakurta Roy And Time to Giger Written by Oli Boy. Jamdani Weaving Buli Collected by Chandra Shekhar Shaha.

  • Song : Tati
  • Music Composed by : Shayan Chowdhury Arnob
  • Lyricist : Md. Gonjer Ali, Shatarupa Thakurta Roy
  • And Oli Boy
  • Chief Sound Engineer : Faizan R Ahmad
  • Mixed And Mastered by : Saadul Islam
  • Creative Producer : Syed Gousul Alam Shaon
  • Copywriting : Farah Zerin Binti
  • Director : Adnan Al Rajeev
  • Executive Producer : Md. Habibur Rahman Tareq
  • Creative Producer : Kamrul H Khosru
  • Curated And Produced by : Shayan Chowdhury Arnob
  • Label : Coke Studio Bangla

Tati Song Lyrics In Bengali :

গাঁয়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়,
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া।
চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী,
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া।

হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়,
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

Time to Jenja, time to Jayi
Time for unity
Time-to Jenja, time to Jayi
Time for unity
Every step, every melody
In a perfect harmony
Na ni muna gi, Ge me uwa abe di nma
Now only me and you fit make
This world move Je Je Le, Ye, ye

চড়ুই ভারই করব খেলা
পাইড়ে থাকবে নাগরদোলা,
লাউ লতিকা বাহারি বাহারি
কেমতে বানাইলো শাড়ি?
সেই তাঁতুয়ার কোনটি বাড়ি?
তাঁতুয়া মোর নিলো মনটি কাড়ি।

বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে,
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে।

বইনা গাছের বৈতরণি
ছৈন্না গাছের ছই,
চন্দন গাছের চরকা আমার করে চই চই।
তাঁতী আমার কালাচাঁদ
জোরে মারে তাঁতে টান,
তালে তালে গায়রে সাধের গান।
মনে লয় তারে কই
আমার বাড়ি যাইয়ো ঐ,
দাওয়ায় বইসা খাইয়ো বাটার পান।

বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে,
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

Previous articlePagol Lyrics (পাগল) Ashes Band – Zunayed Evan
Next articleBulbuli Lyrics (বুলবুলি) Coke Studio Bangla – Ritu Raj – Nandita