Tobuo Lyrics Bengali Song Is Sung by Subham Mitra And Shreemoyee Goswami. Arranged by Team Chirkut. Composition, Mixing And Mastering by Subham Mitra. Tobuo Lyrics In Bengali Written by And Video Song Directed by Prameya. Director og Photography by Suman Basu. The Song Was Recorded and Produced at Chirkut Studios.
- Song : Tobuo
- Vocals : Shreemoyee Goswami And Subham Mitra
- Lyricist : Prameya
- Composition : Subham Mitra
- Guitar : Arka Bhattacharyya
- Direction And Edit : Prameya
- DOP : Suman Basu
- Arrangements : Team Chirkut
- Music Label : JMR Music Bangla
Tobuo Song Lyrics In Bengali :
তবুও, ঘুমের রাতে হিমেল হাওয়া আসে
জলের কাছে খানিক বেঁচে থাকা।
তবুও, শরীরটুকু মেঘে ঢাকা আছে
শহর জুড়ে কবর খুঁড়ে রাখা।
তোমার কাছে রাখা গোটা সকাল
কাঁচের ব্যথা নিমেষে ভাঙচুর,
নিয়ম করে নাহয় দিও সাড়া
পরের ষ্টেশন অনেকখানি দূর।
তবুও, কিছু বিষাদ ঢেউয়ে ভেসে আসে
ক্ষত বয়ে বয়ে বাড়ে ঝিনুক।
তবুও বেনামী ঝড়জলের বেলাশেষে
নোনা দেওয়াল জুড়ে মনের অসুখ।
তোমার নামে দিলাম খোলাচিঠি
জাহাজী ভোর ছুঁয়ে ফেরে পাখি,
দু একটা দিন আবার অবকাশে
তোমার কাছে হেঁটে যাবো ঠিক।