Tomake Bujhina Priyo Lyrics – Projapoti Biskut – Chandrani Banerjee

54
Tomake Bujhina Priyo Lyrics

Tomake Bujhina Priyo Song Lyrics from Projapoti Biskut Bengali Movie The Song Is sung by Chandrani Banerjee Starring: Aditya Sengupta, Isha Saha, Aparajita Auddy, Rajatava Dutta, Shantilal Mukherjee Music composed by Prasen Mukherjee Lyrics written by Ritam Sen.

  • Movie Name: Projapoti Biskut
  • Song Name: Tomake Bujhina Priyo
  • Singer: Chandrani Banerjee
  • Music: Prasen Mukherjee
  • Lyrics: Ritam Sen
  • Directed by: Anindya Chattopadhyay
  • Presented by: Nandita Roy, Shiboprosad Mukherjee
    and Atanu Raychaudhuri
  • Produced by: WINDOWS & GANPATI PRODUCTION

Tomake Bujhina Priyo Lyrics In Bangla:

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়,
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)

গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী,
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়াবে।

তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়,
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায় (x2)

দু চোখে তার.. পান্না বাহার
দু চোখে তার.. পান্না বাহার,
কান্না জমায় কথায় কথায়।

তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়,
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় (x2)

তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার,
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়ে।

Previous articlePochish Bochor Lyrics (পঁচিশ বছর) – Bagdhara Band
Next articleTapa Tini Lyrics – Belashuru Movie Song