Tomar Jonno Lyrics – Arnob is a popular Bengali song from ‘Hok Kolorob‘ Album. Tomar Jonno Nilche Tara Song is sung & composed by Arnob
Credits –
- Song: Tomar Jonno Nilche Tara
- Singer: Arnob
- Language: Bangla
- Country: Bangladesh
Tomar Jonno Lyrics In Bengali
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো।
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো। (x2)
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
তোমায় ঘিরে এতগুলো রাত,
অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। (x2)
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে,
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে। (x2)