Tomar Smrity Tuku Lyrics Song Is Sung by Liza. Starring: Tawsif Mahbub And Payelia Payel. Music Composed by Sajid Sarker And Shudhu Tomar Smriti Tuku Mone Roye Jay lyrics Written by Robiul Islam Jibon
Tomar Smrity Tuku Lyrics by Liza :
- Song: Tomar Smrity Tuku ( তোমার স্মৃতিটুকু )
- Singer: Liza
- Lyric: Robiul Islam Jibon
- Tune: Akassh Sen
- Music: Sajid Sarker
- Starring: Tawsif Mahbub & Payelia Payel
- Story & Direction: Vicky Zahed
- Cinematography: Bidrohi Dipon
- Edit & Color: Saif Russel
- Sound Design & VFX: Aurnob Hasnat
- Art Director: Jahid Preetom
- Assistant Director: Muhtasim Taqi
- Costume: Alvira Tasnim
- 1st AD: Sheikh Saif
- Executive Producer: Adil Khan
- Production House: V Creations
- Make-Up: Rashed Al Rashid
- Gaffer: Ratan
- Production: Hasib Mia
- Produced By: Dhruba Guha
- Label: Dhruba Music Station
Tomar Smrity Tuku Song Lyrics In Bengali :
অনেক কিছুই অনেক ভাবে
আড়াল হয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়।
ছোটোখাটো কিছু ভুলে,
উড়ে যাওয়া ঝরা ফুলে,
ভাবনা আমার আজও তোমার
হাওয়ায় বয়ে যায়।
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতি টুকু
মনে রয়ে যায়।
প্রিয় মানুষ ওড়ায় ফানুস
বুকের আশেপাশে,
ইচ্ছে করে যায় কি ভোলা
তাকে অনায়াসে।
ডানা ভাঙা স্বপ্ন হাজার
আঘাত সয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতি টুকু
মনে রয়ে যায়।
চেনা আলো, জানে ভালো
মেঘলা দিনের মানে,
সকল চাওয়া হয় কি পাওয়া
অবুঝ পিছুটানে।
রঙে বোনা গল্প আহা
ব্যথায় ক্ষয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়।
অনেক কিছু অনেক ভাবে
আড়াল হয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়..