- Song – Tumi Ele Anek Diner Pore (তুমি এলে অনেক দিনের পরে)
- Singer – Hemanta Mukhopadhyay
- Music Composer: Nachiketa Ghosh
- Lyrics: Mukul Dutt
- Label: Saregama India Ltd
Tumi Ele Onek Diner Pore Brishti Elo Lyrics In Bengali:
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো,
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজেই,
ওগো তারই জবাব দিলে (x2)
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো।
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ
ওগো দিন যে আমার আজকে হলো দিন।
হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে,
আমি বলতে জানিনা যে (x2)
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো।
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো,
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।