Tumi Je Amar Lyrics – Hridoy khan – Jodi Akdin

113

Tumi Je Amar Song Is Sung by Hridoy khan And Porshi from Jodi Ekdin Bengali Movie. Starring: Tahsan Khan, Raisa, Srabanti Chatterjee, Taskeen Rahman And Others. Bengali Song Lyrics written by Asif iqbal. This Bangla Movie Directed by Mohammad Mostafa Kamal Raz.

  • Song : Tumi Je Amar
  • Movie : Jodi Ekdin
  • Singer : Hridoy khan and Porshi
  • Tune  : Hridoy Khan
  • Lyricist : Asif iqbal
  • Director : Mohammad Mostafa Kamal Raz
  • Music Label : Rtv Music

Tumi Je Amar Lyrics In Bengali :

শিশির দেখে তুমি স্বপ্ন রাখো এঁকে
রোডের মাঝে স্পর্শ তোমার বাজে
হাত রাখো পাখি হয়ে পাড়ি দেবো
তোমার সাথে দূর অজানাতে।

মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।

থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।

বহুদূর পথ পাড়ি দিয়ে, দেবো আমিও জানিয়ে
ভালো যে বাসি আমিও ভাসি,
কি যে ময় বুকে জড়িয়ে।

মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।

থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।

Previous articleBesh Toh Lyrics – Shreya Ghoshal – Ei Ami Renu
Next articleMegheri Khame – Lyrics by Imran Mahmudul