Ujantolir Gao Song Lyrics Is Sung by Chamok Hasan. Music Composed by And Song Lyrics In Bengali Written by Chamok Hasan.
- Song: Ujantolir Gao
- Vocal, Music & Lyrics: Chamok Hasan
Ujantolir Gao Song Lyrics In Bengali :
দীপ নিভায়া আন্ধার জ্বালাই
একলা পরবাস,
আর একটা মুখ দেখিবার লাগি
জনমের তিয়াস হায়রে,
দীপ নিভায়া আন্ধার জ্বালাই
একলা পরবাস,
আর একটা মুখ দেখিবার লাগি
জনমের তিয়াস।
আমি কালের গাঙে ভাইসা ভাইসা গো
বন্ধুরে,
আসি যদি উজানতলীর বন্দরে,
না ফিরাইয়ো এই মিনতি
তোমার ঘাটে ভিড়াই যদি,
না ফিরাইয়ো এই মিনতি
তোমার ঘাটে ভিড়াই যদি,
এই অন্তরের নাও
ওরে মেঘ কই যাওরে উইড়া
আমারে লইয়া যাও,
কতকাল দেখি নাই আমার
উজানতলীর গাঁও।।
একটা বাড়ি, একটা উঠান,
একটা দীঘির পাড়,
আর একটা বাঁকা পন্থের লাগি
কান্দে প্রাণ আমার, হায়রে
একটা বাড়ি, একটা উঠান,
একটা দীঘির পাড়,
আর একটা বাঁকা পন্থের লাগি
কান্দে প্রাণ আমার।
আমি সেই না পন্থ বাইয়া আইলাম গো
কোন দূরে,
একবার যদি পারতাম ফিরিতে বন্ধুরে,
কইতাম আমি সাঁঝের পাখি
তোমার কোলে মাথা রাখি,
কইতাম আমি সাঁঝের পাখি
তোমার কোলে মাথা রাখি,
এই জায়গাটুক দাও..
ওরে মেঘ কই যাওরে উইড়া
আমারে লইয়া যাও,
কতকাল দেখি নাই আমার
উজানতলীর গাঁও।।
কালো মেঘে আসমান ছাইলো নামিল আন্ধার
আরও আন্ধার পুইষা রাখে পরানডা আমার,
ওরে মেঘ কই যাওরে উইড়া
আমারে লইয়া যাও,
কতকাল দেখি নাই আমার
উজানতলীর গাঁও।।