Uthe Jaoa Siri Song from Chandrabindoo Band Bengali Album U/A, This Album Was Re-released by T-Series as Dekhbi Jolbi Phulbi Bengali Album. O Amar Moddhobitto Bhiru Prem Lyrics In Bengali by Chandrabindu Band.
Uthe Jaoa Siri Lyrics by Chandrabindoo :
- Song : Utha Jaoa Siri
- Album : U/A
- Band : Chandrabindoo
Uthe Jaoa Siri Song Lyrics In Bengali :
টিমটিমে আলো
ছেঁড়া চটি জুতো ছেড়ে রাখা
তোমার দরজায়,
দিন যায় দিন আনি,
সবেধন টিউশনি
পদাবলী পাশে খুলে রাখা
প্রথম পর্যায়।হাঁটছে দিন, কাটছে দিন
তিন দিন সাপ্তাহিক,
গুনছে দিন গুনছে দিন
অ্যান্টেনা তিন শালিক।যে অসুখ ছিলো চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
তোমার কাছে রাখা।…
উঠে এলো আলো, হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়লো বেঘোরে,
ওড়ো চিলেকোঠা ছাদে, ইতিহাস আহ্লাদে
তুমি-আমি-ইলতুৎমিস বন্দী এ ঘরে।
ভরদুপুর মাঝপুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছমছম ভূত লেখে চর্যাপদ,
ভরদুপুর মাঝপুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছমছম ভূত লেখে চর্যাপদ,
সে বিপদ ছিলো চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
টেষ্টপেপারে রাখা,
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
তোমার কাছে রাখা,
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
টেষ্টপেপারে রাখা।
কানাগলির ভিতর রঙীন ইস্টিশন
কিছু উৎপাদক আজ না হোক বিশ্লেষণ,
আমার আগুন ভয় ভীষণ
ন্যালাক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ।
দিন ছুঁয়ে যায় রাত
রাত ছুঁয়ে যায় হাত,
হাত ছুঁলে যায় জাত
জাত ছুঁলে পদ্মকাঁটা পিঠে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
গোপন কালশিটে…
ছেঁড়া পর্দায় উঁকি
কেবিনের আঁকিবুকি
মুখ নিচু আহত দু’চোখ বলেছিলো কি যে,
এতো আকছার ঘটে
সাদা কালো লংশটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে
বৃষ্টিতে ভিজে।
হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্নচাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ,
সে ছোঁয়া ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম
তোমার কাছে রাখা …
উঠে যাওয়া সিঁড়ি লিরিক্স – চন্দ্রবিন্দু :
Uthe jaowa shiri timtime aalo
Chera choti juto chere rakha
tomar dorjay
Din jay din ani sobedhon tushoni
Podaboli pashe khule rakha
prothom porjay
Hatche din katche din
Tin din saptahik
Gunche din gunche din
Antena teen shalik
Je ashuk chilo chorabali diye dhaka
O amar Moddhobitto Viru Prem
Tomar kache rakha