Akash Pradip Jole Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by Satinath Mukherjee And Akash Pradeep Jwale Lyrics In Bengali Written by Pabitra Mitra. Akash Pradip Jwale Cover Version Song Is Sung by Liza.
- Song : Akash Pradip Jole
- Singer : Lata Mangeshkar
- Music : Satinath Mukherjee
- Lyrics : Pabitra Mitra
- Music On : Saregama Bengali
- Cover Credits :
- Music Rearrangement : Partha Barua
- Production : 49Blue
- Agency : Creato
- Label : Seylon Tea
Akash Pradip Jole Song Lyrics In Bengali :
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে,
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।