Tumi Na Ami Lyrics Is Bangla Shankhabela (1966) Movie Song.This Song Is Sung By Manna Dey & Lata Mangeshkar.Cover Credit By Rahul Dutta And Kajol Chatterjee.Cast – Mukul Kumar Jana & Srimayee Chatterjee.This Song Lyrics Created By Pulak Bandyopadhyay.
Song Dtails
- Song :Ke prothom kache esechi
- Movie: Shankhabela (1966)
- Singers: Manna Dey & Lata Mangeshkar
- Composition: Sudhin Dasgupta
- Lyrics: Pulak Bandyopadhyay
Tumi Na Ami Lyrics
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাইনা ভেবে
কে প্রথম ভালোবেসেছি
তুমি না আমি
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে, কে গো দিশাহারা
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না আমি
কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়
একাকার করে নিয়েছি
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে,
একই গান গাওয়া
কে প্রথম মন হারানোর
স্রোতে ভেসেছি
তুমি না আমি