Aajo Cholechi Lyrics Song is Sung by Papon And Shalmali Kholgade from Oriplast Originals Songs, Bengal’s Biggest Music collaboration. Music composed by Subhadeep Mitra And Ajo Cholechi Bengali Song Lyrics written by Dev Arijit and Tithi Dutta. Music Arrangement and Production by Dev Arijit and Subhadeep Mitra.
Aajo Cholechi Lyrics :
- Song : Aajo Cholechi
- Singers : Papon and Shalmali Kholgade.
- Music : Subhadeep Mitra.
- Lyrics : Dev Arijit and Tithi Dutta.
- Backing Vocals : Anirudh Anantha, Akashdeep Sengupta,
- Akash Mukherjee, Harjot Kaur, Ana Rehman, Shraddha
- Mohanty And Shreya Phukan
- Label : SVF Music
Aajo Cholechi Song Lyrics In Bengali :
চেনা চেনা পথে,
ফেলে আসা বাঁকেদের সাথে
রাখা ছোট্ট ছোট্ট স্মৃতিদের দল।
ভুয়ো কিছু স্বপ্নে,
দেখা কিছু পড়ে থাকা গল্প
ডাকে আজও তোকে ফিরে তুই চল।
রাত নেভা আলোয়,
জেগে থাকে কুয়াশা সীমানায়..
দূর কতো যে দূরে,
ফিরে যেতে হবে সেই ঠিকানায়..
তবু সত্যি বলছি আজও দেখেছি
ভুয়ো স্বপ্ন গুলো খুঁজে পেয়েছি,
আর দেখতে পাচ্ছি আজও
ভুয়ো স্বপ্ন গুলো ভালো,
তাই স্বপ্ন বুনতে আজও চলেছি
আজও চলেছি ও ও..
আজও চলেছি ও ও.. আজও চলেছি..
আজও চলেছি, চলেছি, চলেছি, আজও চলেছি।
মেঘে মেঘে সহজে লেখা
মেঘে রোদেরই দোয়াতে,
বোনা স্বপ্ন গুলো সত্যি হয়
দেখো পাখিদের তুলিতে।
তাই স্বপ্ন দেখে যাবো,
মিছে গল্প গুলো পাবো,
সেই নিজেকে যে খুঁজে পেয়েছি..
আলো মাখা গল্পে,
খুঁজে তোকে নিয়ে জেনে শুনে
কাছে ডাকে দেখো তারাদের দল।
চেনা জানা অল্পে,
শব্দ কিছু বুনে মনে মনে,
দেখো বয়ে চলে মনের অতল।
রাত নেভা আলোয়,
জেগে থাকে কুয়াশা সীমানায়
দূর কতো যে দূরে,
ফিরে যেতে হবে সেই ঠিকানায়..
তবু সত্যি বলছি আজও দেখেছি
ভুয়ো স্বপ্ন গুলো খুঁজে পেয়েছি,
আর দেখতে পাচ্ছি আজও
ভুয়ো স্বপ্ন গুলো ভালো,
তাই স্বপ্ন বুনতে আজও চলেছি
আজও চলেছি ও ও..
আজও চলেছি ও ও..
আজও চলেছি, চলেছি, চলেছি,
আজও চলেছি..