Tomake Lyrics | Shreya Ghoshal | Parineeta

Tomake Lyrics Song Is Sung by Shreya Ghoshal Female Version And Male Version Song Is Sung by Arko from Parineeta Bengali Movie. Starring: Ritwick Chakraborty And Subhashree Ganguly. Music Composed by And Bengali Song Lyrics written by Arko. Music Programming, Arrangement, Mix & Master by Aditya Dev.

Tomake Lyrics in Parineeta :

  • Song : Tomake
  • Movie : Parineeta
  • Singer : Shreya Ghoshal And Arko
  • Music & Lyrics : Arko
  • Directed by : Raj Chakraborty
  • Story : Priyanka Poddar & Arnob Bhowmik
  • Label : RAJ CHAKRABORTY ENTERTAINMENT

Tomake Song Lyrics In Bengali :

প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

Previous articleAajo Cholechi Lyrics Papon | Shalmali | Oriplast Originals
Next articleAge Janle Prem Kortam Na Lyrics Baul Sukumar
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.