Aami Ashbo Phirey Movie Cast : Anjan Dutt, Swastika Mukherjee, Darshana Banik, Sauraseni Mitra, Anindya Chatterjee, Anjana Basu, Kaushik Sen And Others.
- Song : Aami Ashbo Phirey
- Film : Aami Ashbo Phirey
- Vocal : Neel Dutta
- Lyrics : Anjan Dutt
- Music : Neel Dutta
- Director : Anjan Dutta
- Cinematography : Gairik Sarkar
- Edit : Arghyakamal Mitra
- Production : SVF Entertainment Pvt. Ltd
Aami Ashbo Phirey Lyrics In Bengali :
হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়,
হয়তো সূর্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়।
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়,
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায় ..
আমি আসবো,
ফিরে আসবো তোমার পাড়ায়।।
হয়তো সূর্যের তাপে ছারখার
হয়ে যাবে হেলসিনকি,
হয়তো বরফ পড়বে কোলকাতায়,
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ
হয়তো চলবে না গাড়ি রাস্তায়।
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়,
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায় ..
আমি আসবো,
ফিরে আসবো তোমার পাড়ায়।।
দেখো বদলে যেতে হবেই
বদলায় পদবি,
বদলায় ঠিকানা, বদলায় সময়।
বদলায় জামার ভিতর সকলের শরীর
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো, কোনটা খারাপ
সেটাও বদলে যায়,
কে হিন্দু, কে জাপানি, কিসের দায় ..
যেটাই সত্যি সেটাই থাকবে
দাফন হবার পর,
দিন-রাত মিলেমিশে ভোরবেলায় ..
আমি আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়,
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায় ..
আমি আসবো,
ফিরে আসবো তোমার পাড়ায়।।