Ore Jan Lyrics-Imran Mahmudul-Trisha-Bengali Song

197
Ore Jan Lyrics
Ore Jan is a newly released Bengali song by Imran Mahmudul Marufa Trisha. Music composed by Imran Mahmudul & lyrics written by Jamal Hossain.
Starring – Imran & Naznin Niha.
  • Song: ORE JAN
  • Singer: Imran Mahmudul & Marufa Trisha
  • Lyrics: Jamal Hossain
  • Tune, Music and Programming: Imran Mahmudul
  • Mix & Master: Imran Mahmudul
  • Label: Rangon Music

 

                                          Ore Jan Lyrics In Bengali
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান, ওরে জান।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান, ওরে জান।
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান, ওরে জান,
তোর পায়ে পায়ে হাঁটি চল
ভালোবাসি শুধু একটু বল,
ঐ চোখেতে মন ভুলেতে
ঝরাবো না কভু জল।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান, ওরে জান।
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান, ওরে জান।।
আমি ভেঙ্গে দেবো তোর, যত অভিমান
হোক না উঁচু তা, পাহাড়ের সমান।
তোর অভিমানী ঠোঁটে ফোটাবো হাসি
ঝরাবো ভালোবাসা রাশি রাশি।
দেখে যাও হাসবে জোছনা মাখা
ওই আসমান .. ওরে জান।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান, ওরে জান,
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান, ওরে জান,
ভাবি তোকে দিন মান, ওরে জান।।
তোর হাসি মাখা মুখ, তোর হরিনি চোখ
দেখলে ছড়ায় বুকে, সুখ অফুরান,
তোর কাছে যেতে, তোকে কাছে পেতে
ভালোবাসতে এ মন করে আনচান।
দেখে যা হাসবে জোছনা মাখা,
ওই আসমান .. ওরে জান।
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান, ওরে জান,
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান, ওরে জান,
ভাবি তোকে দিন মান, ওরে জান।।

 

Previous articleAami Ashbo Phirey-Title Track-Lyrics
Next articleTar Dekha Na Peye Lyrics-Minar Rahman-Kothay Khuji Tare