Abeer Corridor Lyrics Song Is Sung by Riishav from The Bong Studio Originals Song. Music Composed by Rishav And Song Lyrics In Bengali Written by Riishav And Neeharika Nandy. Music Arrangements Dipesh Chakraborty. Mix and Master by Gautam Debnath.
Abeer Corridor Lyrics by Riishav :
- Song: Abeger Corridor.
- Singer: Riishav.
- Music: Riishav.
- Lyrics: Riishav, Neeharika Nandy.
- Music Arrangements: Dipesh Chakraborty.
- Mix & Master: Gautam Debnath.
- Backup Vocal: Pijush Das, Shaoni Shome.
- Recording Studio: Studio Sharon.
- Music Label: The Bong Studio
- Director: Krish Bose.
- Producer: The Bong Media.
- Edit & Color: Sanjoy Dasgupta.
- DOP: Subhajit Sil.
- Chief Assistant Director: Supayan Das.
- Creative Advisor: Subhro Bose.
- Calligraphy: Abhipsha Dutta.
- Location: AP Studio.
Abeger Corridor Song Lyrics In Bengali :
সময়ের অভাবে যাদের হয়নি অনেক কিছু,
যাদের আবদারে ক্যান্টিনে উঠতো গান,
কবিতা, আড্ডার ঝড়,
ক্লাস মিস করে এদিক-সেদিক ঘুরতে যাওয়া।
একরাশ স্মৃতি রেখে পরবর্তী জীবনে আচমকাই
হারিয়ে যাওয়া সেই সব মানুষ,
কিংবা যারা এখন সদ্য কলেজে পা দিয়েছে
কলেজের করিডোর দিয়ে হাঁটার সময় বিশেষ
কাউকে দেখে ঝড় উঠেছে যাদের মনে,
আবেগের করিডোরে তাদের স্বাগত।
কত ভোর তোমায় দেখিনা আর এই পথে
কত রাত জাগা হয়না যে আর একসাথে।
কত স্বপ্নেরা বেঁচে আছে আজও অল্প কথায়,
কত প্রেম বাকি আছে আজও গল্পকথা..
কতবার তোমায় ডাকতে গিয়ে
আমি ভুল করি রাস্তাতে,
কত রাত আজও ঘুমের ঘোরে
কথা বলেছি তোমার সাথে।
তোমার সাথে ও হো…
মনে পড়ে কি সে দিনগুলো?
মুখচোরা কত আবেগ লুকোনো ছিল,
কলেজের শত-ব্যস্ত করিডোরে
তোমার হাত ধরে।
তোমায় ভেবে লেখা কবিতারা,
আজও ঘোরে চোরাগলিতে দিশেহারা,
আজও বলে যায় কতই না বলা কথা
তোমার অগোচরে।
তবু সেই ফেলে আসা বন্দরে
রাত নামে বারেবারে,
ছায়াপথ জুড়ে থাকা শুন্যতা,
পথ হারায় প্রতিবারে…
কতবার তোমার চেনা ভাবনাতে
ঘুম ভেঙে যায় মাঝরাতে,
কতবার আমার এই ব্যস্ততায়
আজও খুঁজে ফিরি তোমাকে।
কতবার তোমায় ডাকতে গিয়ে
আমি ভুল করি রাস্তাতে,
কত রাত আজও ঘুমের ঘোরে
কথা বলেছি তোমার সাথে, ও হো..
তোমার সাথে ও হো …
আসবে তুমি, থাকবে তুমি
এই হৃদয়ে,
কত যন্ত্রনা সে তো সত্যি না …