JEGE JEGE Lyrics” sung by Shreya Ghoshal from Bengali Movie URAAN Starring Srabanti Chatterjee, Shaheb Bhattacharya & Subrat Dutt, Produced by NTI media Limited Amara Muzik is the Official Audio label For this movie. Ashish-Mixed and Mastered by Abhijit Tenny Roy.
Jege Jege Lyrics by Shreya Ghoshal :
- Song : Jege Jege
- Singer : Shreya Ghoshal
- Lyrics : Srijato
- Music : Joy Sarkar
- Film : Uraan
- Director : Tridib Raman Bass,
- Guitars : Sanjoy Das
- Programming : Sabuj-Ashish
- Back vocals : Anasmita Ghosh, Ashmita Kar
Jege Jege Song Lyrics In Bengali :
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে নানা না না..
ঠোঁটের শহর আদর সনে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মন’দানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে..
দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো.. আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে ..
এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা
আজ রাতে…
জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.. নানা না না..