Adorer Nouko Lyrics – Chandrabindoo Band | Iman | Shovan

Adorer Nouko Recreated Song Is Sung by Iman Chakraborty And Shovan Ganguly. Originaly Sung by Lopamudra Mitra from Chandrabindoo Bangla Band Album Chaw. Bheshe Jay Adorer Nouko Lyrics by Chandrabindu Band. Bengali Poem is Written by Srijato.

  • Song  : Adorer Nouko & Valley of Flowers
  • Vocals : Iman Chakraborty & Shovan Ganguly
  • Narration : Kushal Chakraborty
  • Music Recreated by : Indrajit Dey
  • Poetry : Srijato
  • Planning & Direction : Shovan Ganguly & Malay Podder
  • Mixing : Arko Sarkar
  • Video & Editing : Milton Dostogir
  • Original Song Credits :
  • Album : Chaw
  • Band : Chandrabindoo
  • Music Arrangement : Shobhan Mukherjee
  • Music Label : Asha Audio Company

Adorer Nouko Song Lyrics In Bengali :

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল,
রেলিং এর ঘুম ঘোরে,
টুপ করে, কাঁদলো জল।

ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁষে থাক একলাটি থাক।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান,
সিগারেট টুকরোরা মুখচোরা,
শিখছে স্নান।

নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

Poem:
তোর সঙ্গে দেখা হবার পর
আমরা একসঙ্গে থাকবো ঠিক করার পর,
এই প্রথম টানা এতগুলো দিন দেখা হবে না।
একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি
এই তো ট্রেন বাঁকলো, ওই তোর ঠান্ডা লাগছে
আঠাশ-ঊনত্রিশ এর প্রেমেও এতো হয়?
কিন্তু দুঃশ্চিন্তা যতদূর যায়,
হ্যাচ এর টাওয়ার ততোদূরে বসেনি।
দু’দিনে ২০০ বার শুনেছি
বাংলায় সবচেয়ে খারাপ বাক্য –
“যে হ্যাচ ফোনে আপনি ফোন করেছেন
সেটি বন্ধ করা আছে”
অথবা –
“এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা”

একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি
যখন সেলফোন ছিলোনা মানুষের
এমনকি ফোনই ছিলোনা,
তখন মনে মনে পৃথিবীর যেকোনো প্রান্তে
যে কাউকে ছোঁয়া যেত,
যদি তখন দেখা হতো আমাদের –
তখন ??

Previous articleMelecho Chul Khulecho Dana Song Lyrics – Anupam Roy
Next articleDIDIMONI LYRICS – JAMES – Shelai Didimoni
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.