Melecho chul khulecho dana Song Lyrics from bengali movie Jaani Dekha Hobe. A beautiful song sung by Anupom Roy. Music composed by Indradip Das Gupta. Starring: Parambrata Chatterjee And Payel Sarkar. Jani Dekha Hobe Song Lyrics In Bangla.
- Film Name: Jaani Dekha Hobe
- Song Name: Jaani Dekha Hobe (জানি দেখা হবে)
- Singer: Anupom Roy
- Music Director: Indradip Das Gupta
- Lyrics: Srijato
- Label: Saregama India Ltd
Melecho chul khulecho dana Lyrics In Bengali:
মেলেছো চুল খুলেছো ডানা
জানি আঙুল ছোঁয়ানো মানা
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোন ..
আমাকে রাখো বুকের পশমে,
তোমার নরমে
ও জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা
রোকে জামানা চাহে রোকে খুদাই,
তুমকো আনা পড়েগা।
চোখ বলে না না জলে যাব না
রাত বলে না বিফলে যাব না
ছোট গল্পের স্টলে যাব না,
তুই না এলে।
দেখা যাবে যদি জানাজানি হয়
জোনাকিরা ভালো ঘুমপাড়ানি হয়
তারারাও নাকি অভিমানী হয়,
দেখা না পেলে।
জানি দেখা হবে, ঠোঁটের ভেতরে,
ঘুমের আদরে।
ঘাস বালিসেরা পাশ ফেরানো থাক,
বিছানার নিচে ঘুম–পিয়ানো থাক
মিছিমিছি কিছু মোম জ্বালানো থাক,
একা টেবিলে।
কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মাপি মন,
ছোট কাগজের ভিড় ছাপি মন,
মনে থাকে না যে মন খারাপি মন,
দেখা না দিলে।
জানি দেখা হবে, রাতের শরীরে,
তোমার গভীরে।
মেলেছো চুল খুলেছো ডানা
জানি আঙুল ছোঁয়ানো মানা
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোন ..
আমাকে রাখো, বুকের পশমে,
তোমার নরমে।
ও জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা
রোকে জামানা চাহে রোকে খুদাই,
তুমকো আনা পড়েগা।