Adwitiya Lyrics bengali song is sung by Sonu Nigam from Boomerang bengali movie. Starring Jeet, Rukmini Maitra and many more. Music composed by Nilayan Chatterjee And Music arrangement and programming by Soumyadeep Subhadeep. Adwitiya lyrics in bengali written by Nilayan Chatterjee. Boomerang bengali film directed by Sauvik Kundu.
- Song : Adwitiya
- Film : Boomerang
- Singer : Sonu Nigam
- Composer And Lyricist : Nilayan Chatterjee
- Arrangement : Soumyadeep Subhadeep
- Direction : Sauvik Kundu
- Producer : Jeet, Gopal Madnani And Amit Jumrani
- Label : Grassroot Entertainment
Adwitiya Song Lyrics In Bengali :
তুই শুধু তুই
শুরু থেকে অবসানে,
দুই চোখে তুই
আমার আদুরে অভিমানে।
হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।
আয় রে আয়, যায় যে সময়
ধরে নে আঙ্গুল ভাঁজে,
হায় রে হায়, ব্যাথা সব ভুলে যায়
পেয়ে তোর ছোঁয়া কাছে।
হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।
অচেনা পথের তারা তুই
আমরণের শারা তুই,
কুয়াশার আলো যে তুই
খারাপেরও ভালো যে তুই।
হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।