Ami Keno Bar Bar Preme Pore Jai Lyrics (প্রেমে পড়ে যাই) Rubel

50
Ami Keno Bar Bar Preme Pore Jai Lyrics

Ami keno Bar Bar Preme Pore Jai Lyrics bengali song is sung by Rubel Khandaker. Starring Mysha Rudvi And Joy Bhuyan. Femele cover version song is sung by Sanzida Rimi. Music composed by Rezwan Sheikh. Director of photography by Sheul Babu. Ami Keno Bar Bar Preme Pore Jai lyrics in bengali written by and tune by Rubel Khandokar. This bengali romantic video song directed by Raju Ahmmad.

  • Song : Ami Keno Bar Bar Preme Pore Jai
  • Singer : Rubel Khandokar
  • Music : Rezwan Sheikh
  • Tuned And Lyricist : Rubel Khandokar
  • Direction : Raju Ahmmad
  • DOP : Sheul Babu
  • Edit And Color : Sami Ahmmed
  • Production : Raj Films
  • Publicity Design : Emon Gfx
  • Label : Gaan Records

Ami Keno Bar Bar Preme Pore Jai Song Lyrics In Bengali :

বন্ধু তুমি ভালো, তুমিতো চাঁদের আলো
আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই,
ঝলসে যাবো জানি, মানছেনা মন-খানি
পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।

তোমায় মনে, ধরেছে আজ
পালাবে বলনা কোথায়,
এক জীবনে, একটাই তো সুখ
তুমি ছাড়া কেউ নেই আমার। (২)

জেনে বুঝে আমি, দুঃখের জলে ভাসি
তাও ভাললাগে তোমার পাশে
নিজেকেই খুঁজে পাই।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।

ও ও..

বলার ছিলো, অনেক কথা
ভাবছি কি বলবো তোমায়,
চলার পথের, সঙ্গী হবো
রেখোনা একলা আমায়। (২)

জানি এ হবেনা, মন করে বাহানা
পাবোনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।

বন্ধু তুমি ভালো, তুমিতো চাঁদের আলো
আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই,
ঝলসে যাবো জানি, মানছেনা মন-খানি
পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।

আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি-কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।

Previous articleNotun Korey Lyrics (নতুন করে) Maestroo
Next articleAdwitiya Lyrics (অদ্বিতীয়া) Sonu Nigam – Boomerang