Aj Amar Akash Song Is Sung by Rupankar Bagchi from Sweater bengali Movie 2019. Starring: Ishaa Saha, Sourav Das, Sudiptaa Chakraborty, Kharaj Mukherjee, Sreelekha, June. Music composed by And Aaj Amar Akash Bengali Song Lyrics written by Ranajoy Bhattacharjee.
- Song : Aj Amar Akash
- Movie : Sweater
- Singer : Rupankar Bagchi
- Music & Lyrics : Ranajoy Bhattacharjee
- Mixing and mastering : Anirban Ganguly
- Directed by : Shieladitya Moulik
- Produced by : Prateek Chakravorty, Soumya Sarkar, Animesh Ganguly
- Label : PSS Entertainments
Aj Amar Akash Lyrics In Bengali :
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ওই পুড়ে যাওয়া আগুনের আঁচে।
তবু তোমার আকাশ.. বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে।
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ওই পুড়ে যাওয়া আগুনের আঁচে।
যেন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি।
কত দেওয়া-নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
ের হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।