Ajo Khuji Tomay Lyrics – Shamiul Shezan

128
Ajo Khuji Tomay Lyrics

Song Title:-
Ajo Khuji Tomay – Shamiul Shezan | New Bangla Song 2023

Song Information:-

  • Artist: Shamiul Shezan
  • Lyrics & Tune: Shamiul Shezan
  • Composition: Shamiul Shezan
  • Mix and mastered by: Shamiul Shezan
  • Relaise Date: 22 April 2023

Ajo Khuji Tomay Lyrics in Bengali –

চলে যাচ্ছ যাও তুমি
ধরবোনা আর বলবো না ফিরে আয়
জানি ফিরবে না কখনো
বলবেনা আর ভালবাসি তোমায়
যত কষ্ট হোক তুমি ভেবোনা আর
ডাকবো না তোমায়
নিজেকে বলে দিয়েছি তুমি ছিলেনা আমার
সবই ছিল অভিনয়

ওই দূরের পথে এলোমেলো আমাকে
পারবেনা গোছাতে
ভাঙা কাঁচের মতো ভেঙেছ আমাকে
পারবেনা জোড়াতে

কি করে বেঁচে রবো আঁধারে আজ
তোমাকে ছাড়া

এই মন তোমাকে আজও ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হলো
খোঁজে তোমারি ছায়া
এই মন তোমাকে আজও ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হোল
খোঁজে তোমারি ছায়া

হো হো না না

ভুলে যাচ্ছ যাও তুমি রাখবো না আর
মায়া ভরা বেদনা
জানি সুখ খুঁজে বেড়াও অন্য মানুষে
বুঝলেনা আমায়
যত অভিমানই করি বোঝেনা এই মন
ভুলে যায় বারে বার
এই ভালোবাসার মায়া বুঝলেনা তুমি
বুঝলেনা এ আমায়

ওই দূরের পথে এলোমেলো আমাকে
পারবেনা গোছাতে
ভাঙ্গা কাঁচের মতো ভেঙ্গেছো আমাকে
পারবেনা জোড়াতে

কি করে বেঁচে রবো আঁধারে আজ
তোমাকে ছাড়া

এই মন তোমাকে আজও ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝে না
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হলো
খোঁজে তোমারি ছায়া
এই মন তোমাকে আজও ভালোবেসেই গেল
ছেড়ে যাওয়া বোঝেনা
ওই পথ যা চেনা ছিল আজ অচেনা হোল
খোঁজে তোমারি ছায়া

হো হো হো

Previous articleKeno Amar Holena Lyrics – Shamiul Shezan
Next articleAgomonir Gaan Lyrics – Anupam Roy – Oriplast Originals