Agomonir Gaan Song Is Sung by Anupam Roy from Oriplast Originals Songs, Bengal’s Biggest Music collaboration. Music composed by And Agamanir Gaan Song Lyrics written by Anupam Roy. This Is Durga Puja Agomoni Song 2019. Gram Chhara Ei Ranga Mati Lyrics written by Rabindranath Thakur And Ghorer Chaabi Lyrics Written by Lalon Fakir.
- Song Name : Agomonir Gaan
- Vocal, Music & Lyrics : Anupam Roy
- Arranged and programmed by : Shamik Chakravarty
- Recorded by : Debojit Sengupta and Subhranil Basu
- Mixed & Mastered by : Shomi Chatterjee
- Music Label : SVF Music
Agomonir Gaan Song Lyrics In Bengali :
বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই,
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়,
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।
নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি,
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনিনি।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়,
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।