Amake Niye Colona is a Bengali song that is sung by the Akhtab Khan. It is a Love song. the Amake Niye Colona Lyrics is written by the Nahidul Islam Chonjury and the music producer is Tanzil Hasan.
Amake Niye Colona in Lyrics :
- Song -: Amake Niye Colona
- Lyric -: Nahidul Islam Chonjury
- Singer -: Akhtab Khan
- Tune & Composition -: Akhtab Khan
- Music Producer -: Tanzil Hasan
- Label-: Agniveena
Amake Niye Colona Lyrics In Bengali :
আমার চোখের কোন
লেগে থাকো তুমি ঘুম হয়ে,
আবারো তোমায় দেখবো বলে
ছুটে আসি আজ পথ ফুরিয়ে।
আমাকে নিয়ে চলোনা
তোমারি মনের দুনিয়ায়
কেন আজ দুটো পথ
দু দিকে বেঁকে।
তোমারি না বলা কথা
আমাকে তবু রাখোনা
কেন মন পরে আজও তোমাতে।
আজও অকারণে তোমায়
চেয়েছে এই দিন
কাটে পুরোনো অঙ্গীকারে।
হয়তো বলিনি তুমি আজ আমার প্রার্থনা
তবুও থেকে যাই আমার অনুরণে
তোমারো হাজার বারণ
জোর করে করি পালন
আজ নিজেকে বলে।
তোমারো চোখের ভাষা
বসে আছি শত আসায়
আজও তোমাকে ভেবে
আজও তোমাকে ভেবে
থাকে যেন দিন গুলো থেমে
আবারো তোমায় পাবো বলে
ফায়ার আসি আজও ভুল করে
আমাকে মনে করোনা
তোমারি স্মৃতির আঙিনায়
কেন আজ আমায় তুমি থাকো ভুলে।
আমাকে তবু বলোনা
তোমার ওই মনের ইশারায়
কেন তুমি রয়ে যাও আমার খেয়ালে।