Chol Bondhu Chol Lyrics (চল বন্ধু চল লিরিক্স) is from Networker Baire . Chol Bondhu Chol Networker Baire Lyrics is sung by the melodious voice of Ibrahim Kamrul Shafin. This bangla song lyrics written by Shomeswar Oli. The song is composed by Sajid Sarkar. Networker baire ( নেটওয়ার্কের বাইরে ) is a Bangladeshi adventure drama film which is written and directed by Mizanur Rahman Aryan.
Chol Bondhu Chol Song credentials:
Singer: | Ibrahim Kamrul Shafin |
Movie: | Networker Baire |
Lyrics: | Shomeswar Oli |
Music: | Sajid Sarkar |
Released: | 2021 |
Chol Bondhu Chol Lyrics:
লাগলে বলিস,
জায়গায় বসে আওয়াজ দিস।
কলিজাটা ছিঁড়ে তোকে দেবো
লবণ মাখিয়ে নিস।
একা লাগলে বলিস,
মনে মনে আমার নামটা নিস,
তোর মুড অন করে দেবো,
একটা ট্রিট দিয়ে দিস।
উড়ি একসাথে নীলে নীলে,
উড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল.
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।
উড়ি একসাথে নীলে নীলে,
পড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।
ও আগারা বাগারা আলাপে
কারো চেয়ে কেউ কম নয়,
ছ্যাকায় ব্যাকা ছেলেটা বলে
আমি কিন্তু এরকম না।
লাস্ট সিগারেট বলে কিছু নাই,
সময়টা ধুলো ধোঁয়া ছাই।
উড়ি একসাথে নীলে নীলে,
উড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল,
চল বন্ধু চল,
চল বন্ধু.. চল।