Amar Bhindeshi Tara Song Lyrics from bengali movie Antaheen (2009). A beautiful song sung by Anindya Chattopadhyay. Music composed by Shantanu Moitra. Starring Radhika Apte, Rahul Bose, Mita Vashisth, Aparna Sen,Sharmila Tagore.
- Movie Name – Antaheen (2009)
- Song – Amar Vindeshi Tara
- Vocal & Music – Anindya Chatterjee
- Lyrics: Chandril Bhattacharya
- Written by – Shyamal Sengupta
- Directed by – Aniruddha Roy Chowdhury
- Produced by – Jeet Banerjee, Aniruddha Roy Chowdhury
Amar Bhindeshi Tara Lyrics :
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু’মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী… (x2)