Tuktukir Maa 2.O Lyrics is written by Badal Paul and composed by Keshab Dey. This song is sung by Keshab Dey. The song Tuktukir Maa 2.O was Released by Keshab Dey on youtube on Oct 6, 2021.
- Song: Tuktukir Maa 2.O
- Composed by: Keshab Dey
- Music: Keshab Dey
- Singer: Keshab Dey
- Lyrics: Badal Paul
Tuktukir Maa 2.O Lyrics in Bengali:
পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসছিল সে
সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন
শিল বাবু পঞ্জিকাতে যত্নে করে লিখে গেছেন
পুরোহিত ১০১ এ মেলাচ্ছে দিনক্ষণ (X2)
আমি গরম কালের বেল, তুমি কাশ্মীরি আপেল
যাবো তোমায় নিয়ে উইড়া আকাশে
এমন হইতো না আগে মনে সুড়সুড়ি লাগে
যখন আমার দিকে ঘুইরা তাকায় সে
বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
চুল কোটা পাইকে গেসে বাতাসে
তোমার মেয়েডা আমারে দিবানা
ওকথা মোটে কোবানা
নইলে কিন্তু মিরেজাবানী হুতোশে
বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
চুল কোটা পাইকে গেসে বাতাসে…
Rap:
দেখতে মালাই ছম ছম
পা পিছলে আলুর দম
পারায় নাকি নতুন ফুলের চাষ হয়েছে
এবিপি দুঃখ চ্যানেল
এব্রেকিং নিউজ প্যানেলয়ে বলেছে
সকাল থেকে কালো কালো ভোমরা জুটেছে
তিন বার চেয়েছি নম্বর ডেকেছে পার্কে শনিবার
ওখানে যাবো আরেকবার চাইবো
দিলে দেবে না দিলে না দেবে
আমার অতো বাবু লোভটোব নেই
হুহ!
শোনোনা ও শাশুড়ি, ওগো তোমার পায়ে পড়ি
সাজানো ফুলের ঘরে, টুকটুকিরেই চাই
লোকে যা বলছে বলুক, আলোচনা চলছে চলুক
ছেলে আমি ভদ্র শুধু রাতে একটু খাই
আমারে পাইলে কাছে মাইয়া পরান খুইলা নাচে
আমার মায়ের বৌমা হবে সে
জম জমাটি প্রেম জমেছে
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
বিয়ে হবে ভাদ্দর মাসে
বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
চুল কোটা পাইকে গেসে বাতাসে
তোমার মেয়েডা আমারে দিবানা
ওকথা মোটে কোবানা
নইলে কিন্তু মিরেজাবানী হুতোশে
বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
চুল কোটা পাইকে গেসে বাতাসে