Amar Bhitoro Bahire Lyrics Bengali Song Is Sung by Rishi Panda. Same Song Is Sung by Arijit Singh, Somlata Acharyya Chowdhury, Jayati Chakraborty, Indranil Sen, Durnibar Saha, Kabir Suman, Sabina Yashmin, Debolinaa Nandy, ZooEL, Prince Mahfuz, Manomay Bhattacharya, Bhaskar Basu, Mokam And Many Various Artists In Their Own Way. Bhalo Achi Bhalo Theko Amar Bhitoro Bahire Lyrics In Bengali Written by Rudra Mohammad Shahidullah.
- Song : Amar Bhitoro Bahire
- Lyricist : Rudra Mohammad Shahidullah
Amar Bhitoro Bahire Lyrics In Bengali :
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় চলা ..
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার গভীর ছোঁয়া ..
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি,
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।