Amar Chokhe Song Lyrics

112

Amar Chokhe is the latest Bengali Song Sung by Dristy Anam. Music Composed by Apple Mahmud Emil. Amar Chokhe Lyrics In Bengali Written by Shomeshwar Oli and Song Programming Arrangements, Mixing and Mastering By Razib Hasan.

  • Song: Amar Chokhe
  • Drama: Ki Karone
  • Singer: Dristy Anam
  • Lyrics: Shomeshwar Oli
  • Tune: & Music: Apple Mahmud Emil
  • Director : Md Mehedi Hasan Jony
  • Dop : Nayem Fuad Fuad Bin Alamgir
  • Edit: Razib Hasan
  • Label: Sultan Entertainment

Amar Chokhe Song Lyrics

যতখানি ছিলে তুমি
তারও বেশি নেই এখন,
অভিমান পেলে পোষে
ব্যথা বুঝে পেলো এ মন,
কী কারণে স্মৃতিচারণে
এত যে দহন ..
দেখো আমার চোখে
তোমার দেওয়া জল,
এই চোখে কি কখনো
এঁকে দেবে কাজল ?
বেলা ডুবে যায় বাজে
শেষ বাঁশি,
অপেক্ষা কূলে নিয়ে আমি
ফিরে আসি।
আরো বেশি স্বপ্ন নিয়ে
নিজের মনে গল্প বানিয়ে,
আমি পুরনো, তোমাকে, ভালোবাসি।
দেখ আমার চোখে
তোমার দেওয়া জল,
এই চোখে কি কখনো
এঁকে দেবে কাজল ?
Previous articleJodi Boli Lyrics
Next articleBadhone Bandhibo Song Lyrics