Jodi Boli Valentine’s Day Special Bengali Romantic Song Is Sung by Pratik Kundu And Sudeshna Das from The Bong Studio Originals Song. Jodi Boli Amar Protita Raat Tomar Kole Chai Lyrics In Bengali Written by Pratik Kundu.
- Song: Jodi Boli
- Singer : Pratik Kundu & Sudeshna Das
- Music Arranger: Dipesh Chakraborty
- Music & Lyrics: Pratik Kundu
- Mix & Master: Debojit Sengupta
- Director: Krish Bose
- Editor, DOP, Colorist, Associate Director: Sayan Sarkar
- Music Label: The Bong Studio
Jodi Boli Song Lyrics In Bengali :
যদি বলি আমার প্রতিটা রাততোমার কোলে চাই,বলো ঠোঁটের ছোঁয়ায়আদর মাখাবে গালে?যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুইতুমি আমার তাই,বলো ছেড়ে তো দেবেনাকখনো মনের ভুলে?গোধূলি আকাশ মুছে দিলো সাজঅযথা দূরে তবু তুমি আজ,অভিমানী ভুল ধরবে আঙ্গুলমন করে বায়না।তুমি কি আমায় করবে পাগলশাড়ির আঁচল, চোখের কাজল,প্রেমে তুমিও পড়ে যাবে হায়দেখো যদি আয়না।বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসেতোমাকেই পাশে চাই,তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে।যদি ঘুমিয়েও পড়িশেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই,তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে।।আমি বুকের মাঝে জাপটে জড়িয়েযত কথা আছে সবই তোমাকেই বলি।আমি কান পেতে সেই মনের গভীরেলুকোনো যন্ত্রনা শুনে ফেলি।তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপভুল মেনে নিয়ে কত কত sorry বলি,ভাবি থাকবোই রেগে গম্ভীর মুখেতোমার কোথায় ধুৎ, আমি হেসে ফেলি।মারপিট আর ঝগড়াঝাটিরাশান্তি চাইবে শেষে,তাই অভিমান ভুলে আদর মাখতেতোমার কাছে এসে।যদি বলি আমার প্রতিটা রাততোমার কোলে চাই,বলো ঠোঁটের ছোঁয়ায়আদর মাখাবে গালে?যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুইতুমি আমার তাই,বলো ছেড়ে তো দেবেনাকখনো মনের ভুলে?বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসেতোমাকেই পাশে চাই,তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে।যদি ঘুমিয়েও পড়িশেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই,তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে।।